পাকশী রেলওয়ে আইডব্লিও অফিস থেকে পরিত্যক্ত টিনসহ বিভিন্ন টুকিটাকি পরিত্যক্ত মালামাল বিক্রি করার অভিযোগ নিয়ে সোরগোল

 

ঈশ্বরদী প্রতিনিধি ,।।  পাকশী রেলওয়ে আইডব্লিও অফিস থেকে পরিত্যক্ত টিনসহ বিভিন্ন টুকিটাকি পরিত্যক্ত মালামাল বিক্রি করার অভিযোগ উঠেছে। সম্প্রতি রেলওয়ের এক কর্মচারীর নিকট ৫/৬ পিস টিন বিক্রির বিষয় নিয়ে সোরগোল পড়ে যায় সামাজিক প্রচার মাধ্যম ও পাকশী এলাকার মানুষের মুখে মুখে। রেলওয়ের একাধিক কর্মচারীর দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে,সম্প্রতি পাকশী অফিস এলাকায় কতিপয় রাজনৈতিক দলের পক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অন্ত: পনেরোদিন আগে টিনগুলো ঐকর্মচারীর নিকট বিক্রি করা হয়। কিন্তু ঐটিন গুলো অফিসার ও কিছু কর্মচারীর নজরদারীর কারণে ক্রেতা আইডব্লিও অফিস থেকে বের করার সুযোগ হয়না। টিনগুলো বের করার সুযোগের অপেক্ষায় থাকে ঐক্রেতা। কিন্তু হঠাৎ করে ঐ রাজনৈতিক দলের পক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার সুযোগে চতুর ঐক্রেতা টিনগুলো আইডব্লিও অফিস থেকে বিশেষ এক মাধ্যমে বের করে ভ্যান যোগে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় চতুর রেল কর্মচারীরা টের পেলে বিষয়টি জানাজানি হয়। এরপর চতুর রেল কর্মচারীদের একজন বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে এবং বিভিন্ন

সাংবাদিকদের নিকট সংবাদ প্রচারের জন্য তথ্যসরবারাহসহ অভিযোগ করেন। এসব টিন ও টুকিটাকি পরিত্যক্ত মালামাল চুরির অভিযোগ সঠিক না বলে পাকশী রেলওয়ে আইডব্লিও অফিস এর একাধিক দায়িত্বশীল সূত্র দাবি করে। একই সাথে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে রেল কর্মকর্তা ও আইডব্লিও নিহাজ আকন্দের নিকট।#

No comments

Powered by Blogger.