রাজনৈতিক দূর্বৃত্তায়নের মাধ্যমে ঈশ^রদী-আটঘরিয়ায় লুটপাট,অগ্নিসংযোগ ও মারপিট করা যাবেনা---বিএনপির কেন্দ্রিয়নেতা
লুটপাট,অগ্নিসংযোগ ও মারপিট করা যাবেনা এবং যারা এসব কাজ করেছে তার বিএনপিতে অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় সদস্য,সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। শনিবার সকালে পাকশীতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে আয়োজিত বিএনপির সভাপতি প্রয়াত আব্দুর রহমানসহ সকল প্রয়াত নেতা ও ছাত্র আন্দোলনে সকল শহীদরে স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ^রদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডনের সভাপতিত্বে বক্তব্য দেন ,মুলাডুলি ইউনয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মন্ডল,সাহাপুর ইউনিয়ন বিএনপির সসভাপতি আবুতালেব মন্ডল,লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান,পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদ,পাকশী উিনিয়ন বিএনপির নেতা আকতার হোসেন ও জামাল মেম্বরসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি আমাদের (বিএনপির) বিজয় কতটুকু প্রশ্ন রেখে আরও বলেন, ছাত্রজনতার বিজয়কে নস্যাত করার জন্য আমাদের কিছু রাজনৈতিক দূর্বৃত্তরা চরাঞ্চল ও দাশুড়িয়া এলাকাসহ বিভিন্নস্থান থেকে তারা লুটপাট,গরু ছাগল,কেড়ে এন জবাই করে তারা উৎসব পালন করছে।
No comments