ঈশ্বরদীর মুলাডুলি হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত কমিটি গঠণ

ক্যাপশন ।। উপজেলা পরিষদে উপস্থিত অভিযোগকারী শিক্ষকদের একাংশ।

আকুল শেখ,,ঈশ্বরদী ।। আর্থিকসহ নানা অনিয়মের অভিযোগে ঈশ্বরদীর মুলাডুলি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে স্কুলের শিক্ষার্থীরা স্কুলের আঙ্গিনায় প্রধান শিক্ষিকার আর্থিকসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে বুধবার বিকেলে স্কুলের ২৪ জন ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ১৯ জন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা ঈশ্বরদী উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতির নিকট পৃথক অভিযোকগপত্র দাখিল করেন।  অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সুবীর কুমার দাসের দেওয়া তথ্যে এসব জানাগেছে।#


No comments

Powered by Blogger.