ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সংবাদ সম্মেলন ও র্যা লি অনুষ্ঠিত

 


রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ না করা এবং সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী দীর্ঘদিনেও তাদেরকে শৃঙ্খলা বাহিনী হিসেবে সুযোগ সুবিধা না দেওয়ায় সংবাদ সম্মেলন ও র‌্যালি করা হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদী  রেলওয়ে প্লাটফরমে সুবিধা বঞ্চিত ও কর্মবিরতিতে যাওয়া রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এসব কর্মসূচির আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন,রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পাকশী বিভাগীয় কমান্ডেন্টশফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দাবি তুলে বক্তব্য দেন,সিআই শহিদুল ইসলাম,এএসআই সিদ্দিকুর রহমান, হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী তরিকুল ইসলাম,সিপাহী আমিনুল ইসলাম,কামাল হায়দার,টিসি তোফায়েল আহমেদসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন,২০১৬ সালের পর থেকে রেলওয়ে নিরাপত্তাবাহিনী শৃঙ্খলাবাহিনীর অন্তর্ভূখÍ হওয়া সত্বেও তাদের কোন সুযোগ সুবিধা দেওয়া হয়নি। রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গিয়ে অনেক সদস্যকে হতাহতের শিকার ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সামান্য বেতনে পরিবার পরিজন নিয়ে কষ্ট করে চলতে হয় । অথচ দীঘদিনেও নিয়মানুযায়ী শৃঙ্খলাবাহিনির এসব সদস্যদের রেশনিং ও ঝুঁকিভাতা থেকে শুরু করে এগারোদফা দাবির একটিও পুরণ করা হয়নি। বক্তারা ডিজি মহোদয়ের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ও রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা নভেল বিজয়ী ডক্টর ইউনুসের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments

Powered by Blogger.