প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে মৎস্য চাষে জোর দিয়ে কাজ করছেন------ গালিবুর রহমান শরীফ এমপি
স্টাফ রিপোর্টার \ প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে মৎস্য চাষের উপর জোর দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। যে কারণে দেশে মাছ চাষও বৃদ্ধি পেয়েছে । গত বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা,সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তহুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও মৎস্যচাষীবৃন্দ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা এবং র্যালি বের করা হয়।#
No comments