প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে মৎস্য চাষে জোর দিয়ে কাজ করছেন------ গালিবুর রহমান শরীফ এমপি

 


স্টাফ রিপোর্টার \ প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে মৎস্য চাষের উপর জোর দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেনপাবনা- আসনের এমপি গালিবুর রহমান শরীফ। যে কারণে দেশে মাছ চাষও বৃদ্ধি পেয়েছে  গত বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। 

ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা,সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তহুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা  মৎস্যচাষীবৃন্দ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা এবং ্যালি বের করা হয়।#

No comments

Powered by Blogger.