ঈশ^রদী রেলক্রসিংএ জরুরিভাবে আন্ডারপাস নির্মাণ ও টেম্পোস্ট্যান্ডে সুন্দর নক্সায় বঙ্গবন্ধুর আকর্ষনীয় ম্যুরাল তৈরীর সিদ্ধান্ত চুড়ান্ত----- এমপি গালিবুর রহমান শরীফ

আব্দুল্লাহ আল শোভন \ ঈশ^রদীসহ নিকটস্থ এলাকার মানুষের দূর্ভোগ লাঘবে ঈশ^রদী রেলক্রসিংএ জরুরিভাবে আন্ডারপাস নির্মাণ টেম্পোস্ট্যান্ডে সুন্দর নক্সায় বঙ্গবন্ধুর আকর্ষনীয় ম্যুরাল তৈরীর সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন,পাবনা- আসনের এমপি গালিবুর রহমান শরীফ। 

আজ বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যস্থাপক শাহ্ সুফি নূর মোহাম্মদ পাকশী বিভাগীয় প্রকৌশলী/ দুই বীরবল মন্ডলের ব্যবস্থাপনায় ম্যুরাল তেলীর স্থান নির্ধারণ রেলক্রসিং আন্ডারপাস এলাকা পরিদর্শন ষেষে তিনি এসব কথা বলেন। এসময় পাকশীর ডিআরএম শাহ্ সুফি নূর মোহাম্মদ, পাকশী বিভাগীয় প্রকৌশলী/ দুই বীরবল মন্ডল,পাকশীর ডিএমই লোকো আশিষ কুমার,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,

রেল শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা নেতা গোলাম মোস্তফা চান্না গোলবার হোসেন,জাতীয় শ্রমিকলীগের  আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,ইব্রাহিম হোসেন, আব্দুস সালাম প্রাং ,শ্রমিকলীগনেতা আসলাম হোসেন ইকবাল হোসেন,ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব সাবেক ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনিসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

তাং-২০.০৬.২০২৪


No comments

Powered by Blogger.