বিএনপি-জামায়ত কর্তৃক ধ্বংসকৃত রেলকে প্রধানমন্ত্রীর চেষ্টায় সম্প্রসারণ করা হয়েছে---রেলপথ মন্ত্রী


এসআই টিটুল ।। বিএনপি-জামায়ত  কর্তৃক রেলকে ধ্বংসের যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী সেই রেলকে  পর্যায়ক্রমে সম্প্রসারণ করে যাচ্ছেন। সেবার মান বৃদ্ধি করে রেলকে জনগনের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু আমাদের জনবল সংকট থাকার পরও রেল মন্ত্রনালয়কে সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছেন,রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। আজ রবিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,জনবলকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য করে রেলকে আধুনিকায়ন করার চেষ্টা অব্যাহত রয়েছে।



 স্মার্ট বাংলাদেশের পার্ট হিসেবে তাল মিলিয়ে রেলকে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। এসময় রেলপথ মন্ত্রনালয়ের সচীব ডক্টর মোঃ হুমায়ূন কবীর,রেলের মহাপরিচালক কামরুল আহসান,এডিজি আরএস পার্থ সরকার,পশ্চিমাঞ্চল রেলের জিএম,অসীম কুমার তালুকদার,পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক,ডিআরএম শাহ্ সুফী নূর মোহাম্মদ,পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম  ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাসসহ পশ্চিমাঞ্চল রেলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  রেলওয়ে পাকশী বিভাগের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে রেলওয়ে পাকশী বিভাগের সামগ্রিক কার্যক্রম  উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।  মত বিনিময় সভায় পশ্চিমাঞ্চল রেলের জিএম,অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপাবনা- আসনের এমপি গালিবুর রহমান শরীফ,রেলপথ মন্ত্রনালয়ের সচীব ডক্টর মোঃ হুমায়ূন কবীর,রেলের মহাপরিচালক কামরুল আহসান  এডিজি আরএস পার্থ সরকার। এসময় রেলপথ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,পশ্চিমাঞ্চল রেলের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ  পাকশী বিভাগীয় সকল প্রধান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাকশী বিভাগীয় সকল অফিসের সমস্যাভু-সম্পতি বিভাগের অবৈধ দখলে যাওয়া জমি  বাসাবাড়ি  উদ্ধার পূর্বক সামগ্রিকভাবে রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে  মত বিনিময় সভায় মন্ত্রী দিক নির্দেশনা প্রদান করেন।।#


No comments

Powered by Blogger.