আটঘরিয়া রামেআটঘরিয়া আটঘরিয়া রামেআটঘরিয়া রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের আয়া পদসহ চারটি পদে নিয়োগের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান আদালতের

 


বাপ্পির রায়হান/জলিলুর রহমান ।।      আটঘরিয়া উপজেলার রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের আয়া পদসহ মোট চারটি পদে নিয়োগের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রী  আয়া পদের প্রার্থী মোছাঃ ফাতেমা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুহিন সরকার দিংকে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ প্রদান করেছেন। বুধবার আদালতের  বিজ্ঞ বিচারক সহকারী জজ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশ প্রদান করা হয়। এতে বাদী পক্ষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। মিনহাজউদ্দিনেরআয়া পদের প্রার্থী মোছাঃ ফাতেমা খাতুন  তার স্বামী সাবেক ছাত্রলীগনেতা মিনহাজউদ্দিনের দেওয়া লিখিত অভিযোগ সুত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতেগত /০৬/২৩ ইং তারিখে দৈনিক সমকালে রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের জন্য আয়া পদে  জনঅফিস সহায়ক পদে  জন,নিরাপত্তা কর্মী পদে  জন  পরিচ্ছন্নতা কর্মী পদে একজনসহ মোট চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপিত পাওয়ার পর আয়া পদে মোছাঃ ফাতেমা খাতুনসহ ছয়জন এবং অন্যান্য পদ মিলে মোট ২২ জন প্রার্থী আবেদন করেন। ইতিমধ্যে এলাকায় ব্যাপক আকারে মানুষের মুখে মুখে এই মর্মে প্রচার হতে থাকে যে,আয়া পদের অন্য একজন প্রার্থীর নিকট থেকে ছয় লাখ টাকা উৎকোচ নিয়ে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের আগেই। অন্যান্য পদের ক্ষেত্রেও একইভাবে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়ার পর আয়া পদের প্রার্থী মোছাঃ ফাতেমা খাতুন গত ০৬/১১/২৩ ইং তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুহিন সরকার দিংকে বিবাদী করে আটঘরিয়া উপজেলার সহকারী জজ আদালতে রামেশ^রপুর উচ্চবিদ্যালয়ের আয়া পদসহ চারটি পদেই নিয়োগ প্রক্রিয়ার উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।#

 

No comments

Powered by Blogger.