মুক্তিযুদ্ধের শক্তিকে একত্রিত করে শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে প্রাতিষ্ঠানিক রুপ দেব----- টুকু

 


ক্যাপশন \ ফলক উন্মোচনের মাধ্যমে রুপপুর গ্রীণসীটি মডার্ণ ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্স স্টেশনের সুভউদ্বোধন করেন।

টিএ পান্না,রোভিং করেসপন্ডেন্ট,,ঈশ^রদী \ মুক্তিযুদ্ধের শক্তিকে একত্রিত করার মাধ্যমে আগামি নির্র্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত  গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে প্রাতিষ্ঠানিক রুপ দেব,বললেন সংসদের ডেপুটি স্পিকার বীর মািক্তযোদ্ধা এড.শামসুল হক টুকু এমপি। আজ শনিবার  দুপুরে রুপপুর গ্রীণসীটি মডার্ণ ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্স স্টেশনের সুভউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলামের সভাপতিত্বে পাবনা- আসনের এমপি বীর মুক্তিয়োদ্ধা নুরুজ্জামান বিশ^াসপমডার্ণ-১১ প্রকল্প পরিচালক  স্ব-রাষ্ট্রমন্ত্রনালয়ের উপসচিব শহিদ আতাহার হোসেন,ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নায়েব আলী বিশ^াস,ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম হোসেন,পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,পৌর মেয়র মেয়র ইসাহক আলী মালিথা,ইউএনও সুবীর কুমার দাসঅতিরিক্তি পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না  সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ডেপুটি স্পিকার ফলক উন্মোচনের মাধ্যমে রুপপুর গ্রীণসীটি মডার্ণ ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্স স্টেশনের সুভউদ্বোধন করেন এবং পরে নবনির্মিত ফায়ার স্টেশন এলাকা  গাড়ি পরিদর্শণ করেন।

প্রধান অতিথি টুকু বলেন,বঙ্গবন্ধু দেশে ফিরে যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশকে দ্রæ রিপিয়ার  পুণঃগঠন করেন। সে সময় বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশ ব্যাংকেও কোন অর্থ ছিলনা। সারা বাংলাদেশ ক্ষতবিক্ষত ছিল। সে সময় বিদেশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন,এদেশের মাটি  মানুষ যদি থাকে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা পাকিস্তানের পেতাত্বারা।

উল্লেখ করে তিনি বলেন,২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সসমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। নির্বাচনের আগে সেই ষড়যন্ত্রকারীরা সংঘবদ্ধ হয়ে নির্বাচনকে বানচাল করতে চ্য়া এই বিষয়কে সামনে এন সতর্কতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সকল শ্রেণীপেশার  মানুষের দায়িত্ব শেখ হাসিনার নেতৃত্বে মুািক্তযুদ্ধের শক্তিকে একত্রিত করে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করবো। সকল পরিবারকে ভোটকেন্দ্রে আনার জন্য অনুপ্রাণিত করব। ভোট কেন্দ্রে গিয়ে াামার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে প্রাতিষ্ঠানিক রুপ দিবঠ।#



 

No comments

Powered by Blogger.