ঈশ্বরদীর মুলাডুলিতে অনষ্ঠিত হলো গঙ্গা জল ও দুগ্ধ ¯স্নান


জলিল / মোস্তফা কামাল  ।।  ঈশ্বরদীর মুলাডুলিতে  শ্রী স্বরজিত কর্মকার প্রতি বছরের ন্যায় এবারও গতকাল নির্ধারিত দিন  সময়ে পাথরের বোম বোম ভোলানাথকে পবিত্র গঙ্গার জল  দুগ্ধ দিয়ে স্নান করানো অনুষ্ঠানের আয়োজন করেন  মুলাডুলির ফরিদপুর সরদার পাড়া শিব মন্দিরের পক্ষে শ্রী স্বরজিত কর্মকার এই অনুষ্ঠানের আয়োজন করেন   অনুষ্ঠানে শ্রী বিষু প্রাং  শ্রী বাবুসহ এলাকার সকল ভক্তরা বিন্দু পূজার প্রার্থনাও করেন। পূজা শেষে কীর্তন এর আয়েজন করা হয়। পূজা পরিচালনার দায়িত্বে থাকেন শ্রী তাপস ব্রাক্ষণ। পূজা শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সঠিক ভাবে সপ্নের সত্যি বোম বোম ভোলানাথ এর গঙ্গা জল  দুগ্ধ ¯œান কার্যক্রম শেষ করা  হয়। উল্লেখ্য,৩৫ বছর  সাধনার পর গত বছরের সাত শ্রাবন রাতে  শ্রী স্বরজিত কর্মকার স্বপ্নে দেখেন তার নিজ বাড়ির গোয়াল ঘরের ১৫ হাত মাটির নিচে পাথরের তৈরী বোম বোম ভোলানাথ রয়েছে। স্বপ্ন দেখা মোতাবেক সে গোয়াল ঘরের মাটি খুরে বোম বোম ভোলানা কে উদ্ধার করে গঙ্গা জল  দুগ্ধ স্নান অনুষ্ঠানের আয়োজন করেন। এসব অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় আওয়ামীলীগ নেতা মৎস্য হাবিব,বিশিষ্ট ব্যবসায় খালেক জোয়ারদারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত উপস্থিত ছিলেন।#

No comments

Powered by Blogger.