অনুদান প্রদানসহ নানা কর্মকান্ডে কনক শরীফ জনপ্রিয় হয়ে উঠছেন

স্টাফ রিপোর্টার ॥ পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটি সাবেক সদস্য সাকিবুর রহমান শরীফ কনক   ঈশ্বরদী -আটঘরিয়ার নানা শ্রেণী পেশার মানুষকে সাহায্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। 

গতকাল সকাল থেকে রাত পর্যন্ত মশুড়িয়া পাড়া কওমি মাদ্রাসা ত্রিশ শিক্ষার্থীকে ত্রিশটি কোরআন শরীফসহ শতাধিক যায়নামাজ প্রদান,আওতা পাড়া মাদ্রাসায় নগদ পঁঞ্চাশ হাজার টাকা ও দক্ষিণ নারিচা জামে মসজিদ ভাটাপাড়ায় নগদ টাকা অনুদান ও বিভিন্ন এলাকার দুস্থ্য পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসব কিছুই বিতরণ করেছেন,পাবনা-৪ আসনে গণমানুষের নেতা প্রয়াত সফল ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপির আত্মার মাগফেরাত কামনায়। 

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ এসএম,রবিউল ইসলাম,মওলানা গিয়াস উদ্দিন,আমিনুল ইসলাম,যুবলীগ নেতা আব্দুস সালাম মোল্লাহ, ছাত্রলীগনেতা খন্দকার আরমান,মারুফ হাসান,সিয়াম হোসেন প্রমুখ।#




No comments

Powered by Blogger.