ঈশ্বরদীর গ্রীণসীটি সিফুড স্টেশনের উন্নত ব্যবস্থাপনায় চাইনিজ,রাশিয়ানসহ মুগ্ধ দেশীবিদেশীদের অংশ গ্রহনে জমে উঠে
সৌরভ কুমার ।। ঈশ্বরদীর ইপিজেডের চাইনা কোম্পানীর ব্যবসায়িক সাফল্য অর্জনের লক্ষে গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক মানসম্পন্ন‘‘ ঈশ্বরদী গ্রীণসীটি সিফুড স্টেশনে আলোচনা সভা,সিফুড স্টেশনের নিজস্ব লাইব্রেরী পরিদর্শন ও বিশেষ ফটোশেষন অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে কোম্পানীর পক্ষে মিষ্টার সিঙ্ক, জিএম মি,রহমান,সংশ্লিষ্ট বায়ারবৃন্দ,ইঞ্জিয়ার আনোয়ার হোসেন আকাশ,মার্কেটিং জিএম,মহুয়া আক্তার,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন। বায়ার ও সংশ্লিস্টদের সাথে সফল আলোচনার পর তারা শতভাগ বিদেশী ও দেশী খাবারের চাহিদা পুরণে সক্ষম গ্রীণসীটি সিফুড স্টেশনের নিজস্ব লাইেব্রেরী পরিদর্শন করে মুগ্ধ হয়ে ফটোশেসনে অংশ নেন। এসময় তারা ভি-চিহ্ন দেখিয়ে
প্রতিষ্ঠানের নানা প্রশংসা করেন। প্রতিষ্ঠানের উন্নত ব্যবস্থাপনায় চাইনিজ,রাশিয়ানসহ মুগ্ধ দেশীবিদেশীরা দলবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানে প্রতিদিনই ভিড় করা দেখলে মনে হবে এটি ঈশ্বরদী না বিদেশের কোন একটি এলাকা।
No comments