ঈশ্বরদীতে যুবলীগ নেতা আব্দুস সালাম মোল্লা ছুরিকাঘাতে গুরুতর আহত

 


এএ আজাদ হান্নান ঈশ্বরদী।। ঈশ্বরদীতে যুবলীগ নেতা আব্দুস সালাম মোল্লা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।২৫/১২/২০২২ তারিখ সোমবার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লা পিতা বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা করিম মোল্লা সন্ত্রাসীদের চুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। সঙ্গে থাকা তার পাঁচ বছরের মেয়ে আছিয়াও ছুরিকাঘাতে গুরুতর আহত। ভিকটিমের বড় ভাই কালাম মোল্লা জানান, সোমবার বেলা আড়াইটার দিকে বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ঈশ্বরদী সরকারি কলেজগেটে সালাম মোল্লা তার পাঁচ বছরের মেয়ে আছিয়াকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে তার উপরে হামলা চালায় এবং সালাম মোল্লা ও তার মেয়েকে গুরুতর জখম করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায। তখন আহতদের ঈশ্বরদী সরকারি হাসপাতালে নিয়ে গেলে বাবা মেয়ে দুজনেরই অবস্হার অবণতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে দূজনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। ছালাম মোল্লার অবস্হা এখনো বিপদ মুক্ত নয়। তিনি আরো জানান, এই হামলায় শাকিল, সাগর উভয় পিতা জাহিদুল, জাহিদুল পিতা সাদেক, রিশাদ পিতা মঞ্জু, অমিও পিতা আব্দুল্লাহ ডাক্তার অংশগ্রহণ করে। এদের নাম দিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।#

No comments

Powered by Blogger.