দু’টি কিডনী নষ্ট, সাহায্য চাই
আমার পিতা মোঃ বিল্লাল হোসেন, কামার পাড়া, ঈশ্বরদী ,পাবনার দু’টি কিডনী নষ্ট হওয়ায় দীর্ঘদিন থেকে আর্থিক সংকটে চিকিৎসা করতে পারছিনা। পিতা বর্তমানে মৃত্যু শয্যায়। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী ও মেডিসিন বিশেষজ্ঞ এবং কিডনী বিভাগের প্রধান (অসর) অধ্যাপক ডাঃ একে এম, মনোয়ারুল ইসলামে অধীনে চিকিৎসাধীন আছেন। সপ্তাহে তিনদিন ডাইয়ালাইসস করা প্রয়োজন। এমতাবস্থায় দেশের স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট আমার পিতার চিকিৎসার্থে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন করছি। এ বিষয়ে গত ২১/১২/২২ ইং তারিখে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করা হলেও এখন পর্যন্ত কোন সাহায্য পাওয়া যায়নি। (ব্যাংক হিসাব নং-০২০০০১৯৫৭৪০৪২,অগ্রনী ব্যাংক ,রাজাপুর শাখা),মোছাঃ বৃষ্টি খাতুন
মোবাইল-০১৭২৮-১৬৯৭৯০।#
No comments