মুলাডুলিতে ৫’শ কলা গাছ কর্তনের অভিযোগে ৩ জন গ্রেফতার, মানববন্ধন ও শাস্তিদাবি


মোস্ফা কামাল ও আকুল শেইখ ।।   বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গরীব কৃষক ফারুক হোসেনের প্রায় ৫ শতাধিক ফলনশীল কলা গাছ ও এক বিঘা জমির শিম গাছ কেটে প্রায় দশ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হলে রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামীকে নিজনিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ^রদী থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন । গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান মজনু (৫০), ফজলুর রহমান ফজলু (৪০) ও জাহাঙ্গীর সরদার (৫৫)।  ঘটনার পর ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র ও কৃষকনেতা আবলু হাসেম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডলের নেতৃত্বে দশ সদস্যের একটি কৃষক প্রতিনিধিদল ক্ষতিগ্রস্থ কলার বাগান পরিদর্শন করে প্রকৃত দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধনে অংশ নেন।# 

No comments

Powered by Blogger.