বনলতা সুইটস এন্ড বেকারী সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত
তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী ॥ চলতি অর্থ বছরে পাবনার বনলতা সুইটস এন্ড বেকারী সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। গত শনিবার শনিবার সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সম্মেলন কক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বনলতাকে এই পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। এসব পুরস্কার গ্রহন করেন, কোম্পানীর জেনারেল ম্যানেজার তামিম ইসলাম। একই সময় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিভাগের ১৭ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে ।
অনুষ্ঠানে ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃতদের এ সময় সম্মাননা প্রদান করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে কর কমিশনার জনাব নুরুজ্জামান খান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন সিরাজী, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী । স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার এস এম সোহেল রহমান । #
No comments