আমি পিতাহীন এতিম হয়ে সারাজীবন এতিমদের পাশে থাকতে চাই, ইসতায় তাফসিরুল কোর আন মাহফিলে কনক শরীফ প্রশংসিত

ক্যাপশন ॥ প্রধান অতিথির বক্তব্য দেন, সাকিবুর রহমান শরীফ কনক

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক ঈশ্বরদীর ইস্তা মাঠে দু’দিন ব্যাপি আয়োজত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা দারুল উলুম মোম্মদ (সঃ) হাফেজিয়া মাদ্রাসা,লিল্লাবোর্ডিং ও এতিম খানার উন্নতি কল্পে দু’দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলের দ্বিতীয় দিন বুধবার রাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাকিবুর রহমান শরীফ কনক। 

ইস্তা দারুল উলুম মোম্মদ (সঃ) হাফেজিয়া মাদ্রাসা,লিল্লাবোর্ডিং ও এতিম খানার সহ-সভাপতি কামাল হোসেন  বিশ্বাসের   সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দাতা সদস্য রওনক রহমান জয় সরদার,সানাউল্লা মাস্টার ও প্রধান শিক্ষক গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে ঢাকা মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ মাওঃ আব্দুর নূর মাদানী,দ্বিতীয় বক্তা হিসেবে মায়েখ মাওঃ হাফেজ ইসরাফিল বিন তমিজুদ্দিন ও তৃতীয় বক্তা হিসেবে হাফেজ মাওঃ হাফিজুর রহমান বক্তব্য দেন। এসময় ছাত্রলীগ নেতা আরমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন বয়সী নারী,পুরুষ যুবকরা। প্রধান অতিথির বক্তব্যে সাকিবুর রহমান শরীফ কনক বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামের উন্নয়নে বিশে^র শীর্ষস্থানীয় ইসলাম পন্থী নেতাদের সাথে বন্ধুত্ব করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে মসজিদ,মাদ্রাসা ও এতিম খানার উন্নয়ন করে চলেছেন। তিনি বলেন,আমার প্রয়াত পিতা সাবেক ভু’মিমন্ত্রী ঈশ্বরদী আটঘরিয়ার মসজিদ,মন্দির,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়ন করেছেন এবং উন্নয়ন করার চেষ্টা করেছেন। তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে নগদ পঁঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করে বলেন, বলেন,আমিও আজ পিতাহীন একজন এতিম। আমার পিতা এতিমদের এবং স্থানীয় এলাকাবাসীকে ভাল বাসতেন তাই আমিও সারাজীবন আপনাদের ও এতিমদের পাশে থেকে ভাল বাসতে চাই। প্রধান অতিথির এসব বক্তব্য শুনে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত এলাকাবাসী,বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীরা ভূঁয়সী প্রশংসা করেন। #


No comments

Powered by Blogger.