সাংবাদিকদের দায়িত্বশীল লিখনী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে--সাবেক এমপি এডভোকেট আবুল কালাম আজাদ
স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের দায়িত্বশীল লিখনী দেশের উন্নয়নে ও সুস্থ্য জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন,রাবির সাবেক এজিএস ও সাবেক এমপি এডভোকেট আবুল কালাম আজাদ। শুক্রবার সকালে লালপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এলাকার উন্নয়নে সাংবাদিক ও রাজনীতিবিদদের ভ’মিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ইউপি চেয়ারম্যান ও আওওয়ামীলীগ নেতা আবু বক্কর পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্না, অধ্যাপক আমজাদ হোসেন, সাংবাদিক একে আজাদ সেন্টু, শাহ আলম সেলিম,মোয়াজ্জেম হোসেন,আব্দুল মোত্তালেব রায়হান ও সালাউদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#
No comments