আকরাম আলী খান সঞ্জু ফুটবল টুর্ণামেন্টে জাগ্রত সংঘ ৩-১ গোলে চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার ॥ ঈশ^রদীতে আকরাম আলী খান সঞ্জু প্রথম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জাগ্রত সংঘ ৩-১ গোলে এফএস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। গতকাল বিকেলে ঈশ^রদীর ঐতিহ্যবাহী বাঘইল মেলার মাঠে জাগ্রত সংঘ আয়োজিত এ খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াবিদ সাজ্জাদ আলী খান শিপলু,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না,ক্রীড়া পৃষ্ঠপোষক আরজু খান,আব্দুর রশিদ মেম্বার,আব্দুল মজিদ খান,সাজেদুল প্রামানিক,আলমগীর হোসেন,আতাউর রহমান পাতাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দ কে ট্রপি এবং ম্যান অবদি ম্যাচ, ও সেরা গোল কিপারকে ম্যাডেল পড়িয়ে দেন।#
No comments