রাবির ট্রেজারার অধ্যাপক ড. মো: কামরুজ্জামানের বড় ভাই ও বঙ্গবন্ধু পরিষদ সভাপতির কুলখানী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ব বিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ট্রেজারার অধ্যাপক ড. মো: কামরুজ্জামানের বড় ভাই ও বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমানের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মরহুমের বক্তারপুরস্থ নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও কুলখানীর আয়োজন করা হয়। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ,বিএসআরআই এর মহাপরিচালক ড.আমজাদ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কুয়াশা মাহমুদ,অধ্যক্ষ আইনুল ইসলাম, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন ইসলাম ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত বুধবার সকাল সাতটায় আতিয়ার রহমান রাজশাহীর বাড়িতে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।# #
No comments