ঈশ্বরদীতে ভয়াবহ একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালিত

ক্যাপশন ॥ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির নেতৃত্বে পতাকা উত্তোলন করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডেস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন, পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহাজাবিন শিরিন পিয়া, বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, যুব মহিলালীগনেত্রী সোহানা পারভীন রুনা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক সজীব মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্রস্তবক অর্পণ করেন। #




No comments

Powered by Blogger.