দেড় কোটি টাকা ব্যয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দপ্তরের প্রধান গেট নির্মাণ কাজ এবং নবনির্মিত দু’টি স্টেশন ভবনের উদ্বোধন
ক্যাপশন ॥ (২) ফলক উন্মোচন শেষে মোনাজাত করে পাকশী বিভাগের বিভাগীয় সদর দপ্তরের প্রধান গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ একশ বারো বছর পর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় সদর দপ্তরের প্রধান গেট নির্মাণ কাজ এবং নবনির্মিত আব্দুলপুর ও আড়ানী স্টেশন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব স্থাপনা ও ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। তিনি ফলক উন্মোচন,ফিতাকেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এসব নির্মাণ কাজ ও ভবনের উদ্বোধন করেন। এসময় পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ আব্দুর রহিম,পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন,পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন মাহমুদ,নিরাপত্তাবাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডার আবুহেনা,ঈশ্বরদীর এসএই তৌহিদ সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আড়ানী স্টেশন প্লাট ফরমে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে যাত্রীরা রেল কর্মকর্তাদের প্রশংসা করেন।#
ক্যাপশন ॥ (১) ফিতাকেটে,পায়রা উড়িয়ে ও মোনাজাত করে পাকশী বিভাগের বিভাগীয় সদর দপ্তরের প্রধান গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
No comments