ঈশ্বরদী সরকারী কলেজের নানা অনুষ্ঠানের আয়োজন
জাহাঙ্গীর আলম ॥ দীর্ঘ কয়েক বছর পর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভিন্ন রকম পরিবেশে ঈশ্বরদী সরকারী অনার্স কলেজে নবীন বরণ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক ছাত্রনেতা পাবনা -৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.পরিতোষ কুমার কুন্ডুর সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা,সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার,ওসি তদন্ত হাদিউল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ কলেজের শিক্ষক মন্ডলী ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের বরণ শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা -৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ছাত্রলীগের নেতা হলেও ঈশ্বরদী সরকারী কলেজে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবেনা বলে ঘোষনা দিয়েছেন।
No comments