পাকশীতে সম্ভাব্য আইবাস সিষ্টেমে শ্রমিক নিয়োগসহ নানা অনিয়মের প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

 

ক্যাপশন ॥ পাকশীতে রেলওয়ে শ্রমিকলীগের প্রতিবাদ সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মোস্তাক আহমেদ টনি ॥ রেলওয়েতে সম্ভাব্য আইবাস সিষ্টেমে শ্রমিক নিয়োগসহ নানা অনিয়মের প্রতিবাদে বুধবার     ঈশ্বরদীতে    পাকশীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকলীগ পাকশী শাখার পক্ষ থেকে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম। শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ও কেন্দ্রিয় তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন,শ্রমিকলীগ কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল আলম স্বপন,আওয়ামীলীগ নেতা রেজাউল করীম রাজা, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন,ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ বিশ^াস,শ্রমিকলীগনেতা হাফিজুল,শ্রকিলীগনেতা সেন্টু,সেলিম হোসেন,আশরাফ আলী,কারী মিয়া,কালাম ও প্রচার সম্পাদক টুটুল।

 বক্তারা রেলওয়েতে সম্ভাব্য আইবাস সিষ্টেমে শ্রমিক নিয়োগসহ নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতের যেসব দোসররা সুকৌশলে উন্নয়নে বাধার সৃষ্টি করে যাচ্ছে। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। শ্রমিক নেতারা পড়ে পাকশী রলওয়ে ব্যস্থাপক শাহিদুল ইসলামের হাতে একটি স্মারক লিপি হস্তান্তর করেন।#






No comments

Powered by Blogger.