ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বিশ্বাসের ইন্তেকাল।।সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলামের শোক প্রকাশ

 


স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বিশ্বাস (৭৪) ইন্তেকাল করেছেন। বুধবার (৮ জুন) রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নাল্লিাহি----রাজিউন)। আকবর আলী বিশ্বাসের ছোট ছেলে লাবলু বিশ্বাস তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী,  

 আত্নীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ যোহর ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে আকবর আলী বিশ্বাসের মৃত্যুতে পাবনা-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম সরদার পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।#

No comments

Powered by Blogger.