জামিউল উলুম হাফিজিয়া মারাসা’য় মতবিনিময় সভায় পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম যা বললেন
বিশেষ প্রতিনিধি ,পাবনা ।। জকের শিশু কিশোরেরা আগামীদিনের ভবিষ্যত, আসুন আমরা আমাদের সন্তানদের সামাজিকভাবে সত্যিকারের মানুষ হিসাবে গরে তুলি। সোমবার দুপুরে পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয় জামিউল উলুম হাফিজিয়া মাদরাসা’য় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । আতাইকুলা থানার বামনডাঙ্গা বনগামের জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার ছাএ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ, কিশোর গ্যাং, স্মার্ট মোবাইল ফোনের অপব্যবহার রোধ, বাল্যবিবাহ নিরোধ, নারী নির্যাতন রোধকল্পে সকলের সহযোগিতা ও পারিবারিক এবং সামাজিক নৈতিক শিক্ষার মান উন্নয়নে নানা দিক নির্দেশন মূলক বকতব্য দেন। অভিভাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসন তথা নৈতিক শিক্ষার মাধ্যমে জীবন গঠনে বিশেষ খেয়াল রাখতে হবে । কিশোরেরা যেন বিপথগামী না হয়, অযথা বন্ধু বান্ধবের আড্ডায় পরে অপরাধে না জড়ায়, সমাজে অপসংস্কৃতি দূর করতে স্মার্ট ফোনের অপব্যবহার রোধকল্পে প্রথমে অভিভাবককে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে শিশু কিশোরকে সুরক্ষা দিতে সবাইকে সোচ্চার থাকার জন্য অনুরোধ করা হয়। ইভটিজিং, কিশোর গ্যাং কে না জড়ানোর জন্য উপস্থিত সকলকে সতর্ক করা হয়। বাল্যবিবাহ হলে দাম্পত্য জীবনে অশান্তি আসবে এটাই সঠিক, তাই বাল্য বিবাহ নিরোধে সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার সভাপতি মাসুদ রানা খোকনের সভাপতিতে এএসপি সদর সার্কেল রোকুনুজজামান, আতাইকুলা ওসি জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলামসহ আরও বকতব্য দেন অএ মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল। এ সময় বনলতা কফি শপের জিএম তামিমুল ইসলাম ও পরিচালক পারভেজ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অএ মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম ।মাদরাসার শিক্ষা কাযকম ও পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ মাদ্রাসায় ১৩০ জন আবাসিক ছাএ ১ম থেকে ৫ম শেনী পর্যন্ত হেফজো পরাশুনা করেন।
No comments