সিসিডিবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফরিপোর্টার ॥ ঈশ^রদীতে বাল্যবিবাহ,যৌতুক,ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি বিকাশে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতা,স্কুল শিক্ষক-শিক্ষিকা ও ফোরামের ফোরামের নেতা-নেত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈশ^রদীর গোকুল নগরস্থ সিসিডিবি-সিপিআরপি অফিসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। সিসিডিবির প্রোগ্রাম অফিসার সুদীপ মন্ডলের সভাপতিত্বে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না আমন্ত্রি অতিথি হিসেবে ও সহায়ক হিসেবে সিনিয়র প্রোগ্রাম অফিসার সুবেন মধু বক্তব্য দেন। মতবিনিময় সভায়পার্থপ্রতিম দাস,শারমিন সুলতানা,বিউটি মিত্র ও লাবনী খাতুনসহ মোট পঁচিশ জন অংশ নেন।#
ক্যাপশন ॥ সিসিডিবির প্রোগ্রাম অফিসার সুদীপ মন্ডলের সভাপতির বক্তব্য দেন।
No comments