ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা টিভির বর্ষপূতি অনুষ্ঠিত ॥ বইয়ের মোড়ক উন্মোচন,ফ্রি-চিকিৎসা ক্যাম্পে দেড়’শ রোগীর চিকিৎসা প্রদান

 


মোস্তাক আহমেদ টনি/জাহাঙ্গীর আলম ॥ বুধবার দিনব্যাপি ঈশ্বরদীতে বাংলা টিভির বর্ষপূতি অনুষ্ঠানে প্রখ্যাত কলামিষ্ট গাফ্ফার চৌধীরীর স্মরণসভা,কবি,কথাকার ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলের লেখা ‘‘নদীর জলে সাগরের ছায়া’’ উপন্যাসের মোড়ক উন্মোচন,কেক কেটে মিষ্টি মুখ করণ,সাংস্কৃতিকঅনুষ্ঠান, ফ্রি-চিকিৎসা ক্যম্প, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ক্যাপশন ॥ ফ্রি-চিকিৎসা সেবা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.পরিতোষ কুমার কুন্ডু প্রধান অতিথির বক্তব্য দেন।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণলিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এসব অনুষ্ঠানে ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.পরিতোষ কুমার কুন্ডু প্রধান অতিথি হিসেবে এসব অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম,ইমরুল কায়েস,ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাদিউল ইসলাম,পাবনা জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মালিথা,ঈশ^রদী উপজেলা আওয়ামীলগের সহসভাপতি এম,রশিদ উল্লাহ,পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,আইইবির সহসভাপতি ইহ্জিনিয়ার ওহিদুর রহমান ঝন্টু,বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনষ্টিটিউটের নির্বাহী প্রকৌশলী আসাদুল হক ও ডাঃ হামদান মন্ডল বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুল আবেদীন, প্রভাষক নজরুল ইসলাম মুকুল,প্রভাষক নুর মোহাম্মদ খোকন, প্রভাষক ওমর ফারুক,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী,জিএম দোলন ও আওয়ামীলীগ নেতা আলী আকবর শেখ।

সকালে পৌর মেয়র ইসাহক আলী মালিথার নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর প্রখ্যাত কলামিষ্ট গাফ্ফার চৌধীরীর স্মরণসভা,বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাসভা ও কেক কেটে মিষ্টি মুখ করণ ও বইয়ের মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সঙ্গীত পরিবেশন ও মোহাম্মদ আলী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে গরীব ও দুঃস্থদের দেওয়া ফ্রি-চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। #




No comments

Powered by Blogger.