ঈশ্বরদীতে চার হাজার পরিবারে শাড়ী-লুঙ্গি বিতরণ

  

ক্যাপশন ॥ ঈশ্বরদীতে সাবেক ভ’মিমন্ত্রীর বাড়িতে শাড়ী-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়।

আব্দুল্লাহ আল শোভন/এসআই টিটুল,ঈশ্বরদী ॥ আসন্ন পবিত্র ঈদউল ফিতরে সকল প্রকার  দুঃস্থ  পরিবারের মানুষের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দিতে ঈশ্বরদীতে সাবেক ভূ’মিমন্ত্রীর বাড়িতে শাড়ী-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সাবেক ভ’মিমন্ত্রীর ছেলে আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির নেতা শাকিবুর রহমান শরীফ কনক প্রায় চার হাজার পরিবারের মধ্যে এসব শাড়ী-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন। এসব বিতরণের শুরুতে কনক প্রয়াত পিতা শামসুর রহমান শরীফের   আত্নার মাগফেরাত কামনা এবং মাতা ও প্রধানমন্ত্রীসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় আওয়ামীলীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়া,ঈশ্বরদী উপজেলা যুবলীগের  সভাপতি শিরহান শরীফ তমাল,রফিকুল ইসলাম লিটন,আরমান ও বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


No comments

Powered by Blogger.