পদ্মা নদীর সত্তর কিলোমিটারে নৌ পুলিশের অভিযান ॥ নৌকা ও কারেন জালসহ আসামি গ্রেফতারে প্রশংসিত
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদী নৌ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে পদ্মা নদীর সত্তর কিলোমিটার এলাকা ব্যাপি মা ইলিশ সংরক্ষনে বিভিন্ন প্রকার অভিযান চালানো হয়েছে। মা ইলিশ সংরক্ষনের নির্দেশ পাওয়ার পর গত চার অক্টোবর থেকে আজ রবিবার চব্বিশে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত একুশ দিনে দশজন আসামি গ্রেফতার,বাহাত্তর লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের দুই লাখ চল্লিশ হাজার মিটার কারেন জাল উদ্ধার,এগারো নৌকা আটক ও পনের শিশুসহ বিভিন্ন বয়সী পঁয়তাল্লিশ জন ভ্রমন পিয়াসু নৌকা যাত্রীদের গভীর রাতে নৌকা ডুবির হাত থেকে প্রাণে রক্ষা করেছে। এতে নৌ থানা পুলিশ ব্যাপক প্রশংসসিত হয়েছে। শুধু তাইনা, ঈশ্বরদী নৌ থানা পুলিশের পদ্মা নদীতে অব্যাহত অভিযানের কারণে রুপপুর পরমাণু প্রকল্প,হার্ডিঞ্জ ব্রীজ ও লালনশাহ সেতুরও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে নৌপুলিশ সূত্র দাবি করেছে।#
ক্যাপশন ॥ পদ্মা নদীর বিভিন্নস্থানে নৌ থানা পুলিশের অভিযান চলছে।
ক্যাপশন ॥ পদ্মা নদীর বিভিন্নস্থানে নৌ থানা পুলিশের অভিযানে ৭২ লাখ টাকা মূল্যের কারেন জাল আটক।
No comments