চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিরাপত্তা বাহিনীর হাতে আটক -৩

  


স্টাফ রিপোর্টার।। রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে তিন তরুণকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার (২০ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।আটকরা হলেন- আকাশ রহমান (১৮) রিফাত ইসলাম (১৯) ও মো. হাসান (১৯)বিমানবন্দর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করে স্থানীয় রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করে বলে নিরাপত্তা বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই তিন তরুণ চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে তাদের হাতেনাতে আটক করে ডিউটিরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নারায়ণগঞ্জ এলাকায় থাকে। প্রেসবিজ্ঞপ্তি #

No comments

Powered by Blogger.