ঈশ্বরদীতে পাবনা-পাকশী মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত

   


আমাদের সংবাদদাতা,ঈশ^রদী ॥ শুক্রবার সকালে ঈশ্বরদীর পাকশী-পাবনা মহাসড়কের আওতাপাড়ার শালবাগান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অটোভ্যান চালক ঈশ্বরদীর বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ(৪৪), ভ্যানযাত্রী ও আওতাপাড়া গ্রামের সোবাহান শাহ্র ছেলে সাইফুল শাহ্ (৪৪) এবং মোটরসাইকেল চালক পাবনা সদরের ছাতিয়ানী মধ্য পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ে রুপপুর পরমাণু প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমের কর্মচারী আসিফ হোসেন(২৮)। মোটরসাইকেল, অটোভ্যান ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দ্রুত গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। ট্রাকটি রূপপুর থেকে পাবনার দিকে যাওয়ার সময় আওতাপাড়া শালবাগান এলাকার মোড়ে পৌঁছা মাত্র মোটরসাইকেল ও অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই মর্মানিতক দূর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।#




No comments

Powered by Blogger.