টিকা কার্যক্রম পর্যবেক্ষণ করলেন মেয়র ইছাহক আলী মালিথা

   


স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ করোনা ভাইরাসের প্রতিষেধক ‘করোনা গণ ভ্যাকসিন প্রদান কার্যক্রম’ পর্যবেক্ষণ করেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা। মঙ্গলবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মৌবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়, ২ নং ওয়ার্ডের পশ্চিমটেংরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩ নং ওয়ার্ডের পিয়ারাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে টিকা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় পৌর সচিব জহুরুল ইসলাম ও কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু উপস্থিত ছিলেন। প্রতিটি ওয়ার্ডে ২ শত জন করে ৩ টি ওয়ার্ডে ৬ শত জনসহ ঈশ্বরদী উপজেলার প্রতি ইউনিয়নে ৬ শত জন করে ৪ হাজার ২ শত এবং পৌর এলাকায় ৬ শত মোট ৪ হাজার ৮ শত জনকে করোনা ভাইরাসে ভ্যাকসিনের ২য় ডোজ প্রদান করা হয়। এ ব্যপারে পৌর মেয়র বলেন, পৌর ও ইউনিয়ন পর্যায়ে করোনার গণ টিকা প্রদান অব্যাহত থাকা উচিৎ। এতে করে সরকারী হাসপাতালের উপর চাপ কমবে। সেই সাথে এই স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌছে দেওয়া যাবে।#

No comments

Powered by Blogger.