সিসি ক্যামেরার আওতায় আনা হলো ঈশ্বরদীর দাশুড়িয়াকে



স্টাফ রিপোর্টার ॥ সিসি ক্যামেরার আওতায় আনা হলো ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকা। বৃহস্পতিবার দুপুরে দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম। দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, , ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু, ফিরোজ হোসেন বাকি, রফিকুল ইসলাম বকুলসহ সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে পুরো পাবনা জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশি সেবা মানুষের দৌঁড় গোড়ায় পৌঁছাতে বাংলাদেশ পুলিশ বিট পুলিশিং সেবার মাধ্যমে সহজলভ্য করে তুলেছেন। আপনাদের যে কোন প্রকার সমস্যার কথা আমাদের বিট অফিসারকে অবহিত করনের মাধ্যমে আপনাদের আইনী সেবা গ্রহনের মধ্য দিয়ে সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমাদের সহযোগীতা করবেন বলেও তিনি জানান। সকললে উদ্দেশ্য করে তিনি বলেন, মনে রাখবেন , বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি। শুধু প্রধান সড়কে নয়, বাজারের প্রতিটি গলির মধ্যেও আপনারা সমন্বিত প্রচেষ্টায় ক্যামেরা স্থাপন করবেন। এতে করে আপনাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ নিরাপত্তায় থাকবে।সিসি ক্যামেরা উদ্বোধনের পর মহিবুল ইসলাম ,দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশের জন্য সদ্য নির্মিত পুলিশ বক্স এর ও উদ্বোধন করেন। #


ক্যাপশন ॥ 



No comments

Powered by Blogger.