২৫ সেপ্টেম্বরের মধ্যেই চালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন -----রেলমন্ত্রী

  


রাসেল তালুকদার ।।  রেল মন্ত্রী নুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে ২৫সেপ্টেম্বরের মধ্যেই “সিরাজগঞ্জ এক্সপ্রেস” নামের ট্রেনটি এসি বগি সংযোজন করে পূণরায় চালু করা হবে। বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ- ঢাকা রুটে চলাচলকারী ট্রেন পূণরায় চালুকরণ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে  জেলা প্রশাসকের  কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন।  মতবিনিময় সভায় যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে উল্লেখ করে রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে রেল যোগযোগ ছড়িয়ে দিতে কাজ করছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছা পুরণে রেল মন্ত্রনালয় কাজ করছে। তিনি বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি অনেক দূর এগিয়েছে। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে সরকারের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্পের কাজ শুরু হবে। তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ কাজও খুব শীঘ্রই শুরু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে। সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবীগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু ইউসুফ সূর্য্য প্রমুখ। এসময় পশ্চিমাঞ্চল রেলের জিএম মিহির কান্তি গুহ,পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, পশ্চিমাঞ্চল রেলের চীফ অপারেটিং অফিসার শহিদুল ইসলাম,পাকশীর ডিআর এম শাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মমর্তারা উপস্থিত ছিলেন।#


No comments

Powered by Blogger.