রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট -১ এর রিয়্যাক্টর ভবনের নীচের অংশের আভ্যন্তরীন কেন্টনমেইন্টের ডোম স্থাপন সম্পন্ন
ঈশ্বরদী প্রতিনিধি ॥ নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনটি- ১ এর রিয়্যাক্টর ভবনের আভ্যন্তরীন কেন্টনমেইন্টে ডোমরের ষষ্ঠ টায়ার স্থাপন সম্পন্ন (রোসাটম রাষ্ট্রীয় র্কপোরশেন প্রকৌশল শাখা এএসই জেএসসি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মানকারী প্রতষ্ঠিান) ৪৪ মিটার ব্যার্সাধ এবং ১৮৫ টন ওজনের বৃহদাকৃতির এই ধাতব কাঠামোকে রিয়্যাক্টর ভবন কেন্টনমেইন্টে সিলিন্ডিার আকৃতরি অংশে +৪৪.১০০ উচ্চতায় স্থাপন করা হয়েেছ । রোসাটমের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে,এই কাজটি ট্রাস্ট রোসাটমের বাংলাদশে শাখার বিশেষেজ্ঞগন ১৩৫০ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন ভারী ক্রলার ক্রেনের মাধ্যমে সম্পন্ন করেছে । এর আগের দিনে ১৫ টি ষ্টীল কেবল বিশিষ্ট একটি বশিষে বিম স্থাপন করা হয়েছে । এএসই জেএসসি এর ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমানবকি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পরে ডাইরেক্টর এলেক্সি ডেইরী বলেন “ আভ্যন্তরীণ কেন্টনমেইন্টের ডোমারে তিনটি টায়ারের প্রথমটি এসেম্বল করা হয়েেছ । এর পরে ধাপে নকশা অনুযাায়ী বাকি দুটি টায়ারকে রিয়্যাক্টর ডোম কেন্টনমেইন্টে প্রএসিম্বল করা । এই কাঠামোগুলোকে ঝালাইয়ের এক সাথে সংযোজনর কাজ শেষে হওয়া মাত্রই আমরা ডোম এ কনক্রিটের ঢালাই শুরু করা হবে । এই কাজের জন্যে কয়েক মাস ধরে প্রস্তুতি নেয়া হয় । রিয়্যাক্টর ভবনের তিন টায়ারের এই মেটাল ইউনিটকে পাওয়ার ইউনিটের অদুরে বিশষে পিওতে ১৮৫ টন এবং ১৯১ টনে প্রএসিম্বল করা হয় ।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের রাজধানী ঢাকা থেেক ১৬০ কিলোমটিার দূরে ঈশ^রদীর পদ্মা নদীর র্পুবতীরে নির্মিত হচ্ছে । রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশন প্রকৌশল শাখার নকশা অনুযায়ী এটি নির্মিত হচ্ছে । এই প্রকল্পে মোট ২টি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ টাইপের জেনারেশন থ্রিপ্লাস চুল্লি থাকছে এবং এগুলোর জীবনকাল ৬০ বছর, যা পরে আরো ২০ বছর বাড়ানো যেতে পারে । রাশিয়ান নকশার এই ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর, যা বাংলাদশেরে জন্য বেছে নেয়া হয়েছে । এটি নেভাভোরোনেঝ পারমানবকি বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে সফল ভাবে ব্যবহার করা হচ্ছে । এই ধরনের রিয়্যাক্টর গুলো যুগান্তকারী জেনারশেন থ্রিপ্লাস প্রযুক্তি যুক্ত এবং সর্ম্পুন আর্ন্তজাতিক নিরাপত্তা মান অনুযায়ী নির্মতি ।#
No comments