ঈশ্বরদী থানার ওসির নেতৃত্বে সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেফতার
এএ আজাদ হান্নান,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঈশ্বরদীর শহর, সাহাপুর, পাকশী ও সাঁড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর এলাকার মৃত আঃ সাত্তার মন্ডলের ছেলে সেলিম মন্ডল, সাঁড়া ইউনিয়নের শেখেরদাইড় এলাকার বশিদাল প্রামানিকের ছেলে সামাদ প্রাং, গোপালপুর শেখেরচক এলাকার মো: সাহাজ উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম পাঁচু,শহরের পিয়ার পুর এলাকার মৃত রতন দাশের ছেলে শ্রী রকি দাশ ও আমবাগান ফেরদৌস কলোনির মৃত নুর ইসালামের ছেলে ছোটন বাদশা ও সাহাপুরের আব্দুল গনি ফকিরের ছেলে রনি ফকির।।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজামান আসাদ জানান, আসামীরা প্রত্যেকেই মাদক মামলার ছয় বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী। আসামীদের গ্রেফতার করে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। ###
No comments