ঈশ্বরদী ও পাবনায় ড্যাফোডিলস্’র পক্ষ থেকে মাস্কসহ অন্যান্য সামগ্রী বিতরণ




ক্যাপশন ॥ করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন ড্যাফোডিলস্রে স্বত্ত্বাধিকারী আব্দুল মানান টিপু।

ঈশ্বরদী প্রতিনিধি ॥ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,পাবনা প্রেসক্লাব,ঈশ্বরদী পৌরসভা ও পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কোভিড-১৯ সুরক্ষার জন্য মাস্ক,হ্যান্ডসেনিটাইজার,হ্যান্ড গ্লাভস ও হ্যান্ডরাব বিতরণ করা হয়েছে। 



বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীর পরিবেশক ঈশ্বরদীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ড্যাফোডিলস্রে পক্ষ থেকে ১৮ হাজার মাস্ক,১৮ হাজার হ্যান্ডগ্লাভস ও ২’শ হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ড্যাফোডিলস্রে স্বত্ত্বাধিকারী আব্দুল মানান টিপু ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি টিএ পান্না, পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এবিএম ফজলুর রহমান ও ঈশ্বরদী পৌরসভার পক্ষে পৌর মেয়র ইছাহক আলী মালিথার হাতে এসব করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন।#


No comments

Powered by Blogger.