ঈশ্বরদীর ওষুধ ব্যবসায়ী খলিলুর রহমান মালিথার দাফন সম্পন্ন।। বিভিন্ন মহলের শোক প্রকাশ



স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ শনিবার সকাল নয়টায় পতিরাজপুর কেন্দ্রিয় কবরস্থানে মুলাডুলি বাজারের ওষুধ ব্যবসায়ী ও সর্বজন শ্রদ্ধেয় খলিলুর রহমান মালিথার (৭২) দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন নানা রোগে ভোগার পর শুক্রবার বিকেল পনে পাঁচটায় পতিরাজপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নাল্লিাহি----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও   আত্নীয়স্বজন রেখে গেছেন। এদিকে খলিরুর রহমান মালিথার মৃত্যুতে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্সাস,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ও  ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্পাতার পান্না গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।# 

No comments

Powered by Blogger.