ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করলেন দুই কেন্দ্রিয় নেতা সাংবাদিকদের সততা নিয়ে দায়িত্ব পালন করার পরামর্শ দিলেন এড.রবিউল আলম বুদু ও রাগিব হাসান মুন্না
স্টাফ রিপোর্টার ॥ সোমবার দুপুরে আকস্মিকভাবে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় আইন উপ- পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি নেতা এড.রবিউল আলম বুদু এবং বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব হাসান মুন্নাসহ কয়েকজন নেতা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। নেতৃবৃন্দ প্রেসক্লাবে আসার পর ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে প্রথমে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সকলের খোঁজ খবর নেন। পরে তাঁরা মুক্তিযুদ্ধ,স্বাধীনতা,দেশের উন্নয়ন কর্মকান্ড ,চলমান রাজনীতি,শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন। নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে পেশাগত দায়িত্ব পালন করারও পরামর্শ দেন সাংবাদিকদের।#
No comments