ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


ঈশ্বরদী প্রতিনিধি  ॥ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী পূর্বটেংরী কেন্দ্রিয় জামে মসসিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে কেন্দ্রিয় কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডলের(৭২) দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বুধবার মধ্য রাতে ঘর থেকে বাথরুমে যাওয়ার সময় হোঁচট লেগে মাটিতে পড়ে গেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ৪ মেয়ে ও আত্নীয় স্বজন রেখে গেছেন। 



এদিকে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডলের মৃত্যুতে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ্বাস,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না ও ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।#

No comments

Powered by Blogger.