পাকশীতে রেল শ্রমিকলীগের কর্মসুচি পালন



ক্যাপশন ॥ শ্রমিকলীগ পাকশী শাখার পক্ষ থেকে পাকশী রেল অফিস চত্বরে     র্যালি বের করা হয়।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার পক্ষ থেকে শনিবার সকালে মহান মে দিবস পালন করা হয়েছে। করোনাকালিন সময়ের কারণে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আওয়ামীলীগ পাকশী অফিসের সামনে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও শ্রমিকলীগের পতাকা উত্তোলন এবং পাকশী রেল অফিস চত্বরে র‌্যালি প্রদর্শন। এসব কর্মসূচিতে অংশ নেন,বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রিয় কমিটির শ্রমিক কল্যান সম্পাদক ও পাকশী শাখার সম্পাদক নজরুল ইসলাম,পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, আওয়ামীলীগ নেতা এম,রশিদউল্লাহ,হাবিবুল ইসলাম,এনামুল হক বিশ্বাস,যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাপদক ফরিদুল ইসলাম,রঞ্জু ভৌমিক,মিরাজ হোসেন,রায়হান,খায়রুল ইসলাম,মো: খলিল হোসেন ও টুটুলসহ অন্যরা।#


No comments

Powered by Blogger.