পাকশী বিভাগের বিভিন্ন স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে আকর্স্মিক অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক ও দেড় লাখ টাকা আদায়

 আমাদের সংবাদদাতা,ঈশ্বরদী ॥ রবিবার ভোর রাতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে আকর্স্মিক অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক ও দেড় লাখ টাকা আদায় করা হয়েছে। এই অভিযানের খবর জানার পর টিকিটধারী বৈধ যাত্রীদের মধ্যে স্বস্তি ও বিনা টিকিটের অবৈধ যাত্রীদের মধ্যে আতংক শুরু হয়। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে,সাম্প্রতিক সময়ে পাকশী বিভাগের বিভিন্ন রুটে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ করায় কিছু গার্ড,টিটি,এটেন্ডেন্ট ও রেল পুলিশের সহযোগিতায় বিনা টিকিটের অবৈধ যাত্রীদের ট্রেন ভ্রমন বৃদ্ধি পায়। একই সাথে বৈধ যাত্রীদের ভ্রমনে নানা অসুবিধার সম্মুখিন হতে হয় এবং ট্রেন যাত্রী ভ্রমনের তুলনায় রেলওয়ের রাজস্ব আয়ও কম হয়। এসব খবর জানার পর রবিবার ভোর রাতে রেলওয়ের পাকশি বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনে আকষ্মিক অভিযান চালানো হয়। অভিযানে টিকিট বিহীন, ভুয়া টিকিট ধারী, নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত টিকিট না থাকা,অল্প টিকিটে অধিক সংখ্যক যাত্রী ভ্রমণ করা, সুবিধা এবং ডিউটি পাস এর অপব্যবহার,ভুয়া রেলওয়ে স্টাফ পরিচয় দান করা ইত্যাদি অপরাধের জন্য এবং অবৈধ হকার, ভিক্ষুক, হিজড়া ট্রেনে অনুপ্রবেশের জন্য ভাড়া ও জরিমানাসহ প্রায় ১ লক্ষ ৪৮ হাজার টাকার আদায় করা হয়। এসময় কর্মচারীদের জন্য বিদ্যমান সুবিধা পাস এর অপব্যবহারের জন্য ৪ জনকে আটক করা হয়। আকস্মিক অভিযানে পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, ভ্রাম্যমান টিকিট পরীক্ষকবৃন্দসহ রেল পুলিশের সদস্য বৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। রেলওয়ের পাকশি বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন সাংবাদিকদের জানান,এই অভিযান অব্যাহত থাকবে। #




No comments

Powered by Blogger.