পুলিশের সাবেক ডিআইজি ও সুইডেনের রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশ গ্রহণ ঈশ্বরদীর সমাজ সেবক মোহাম্মদ আলী স্মৃতি পদক প্রাপ্ত রতœগর্ভা আমেনা খাতুনের কুলখানী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,ঈশ^রদী ॥ ঈশ্বরদীর মহিয়সী নারী,সমাজ সেবক মোহাম্মদ আলী স্মৃতি পদক প্রাপ্ত রতœগর্ভা মাতা,পাবনা জেলার শ্রেষ্ট জয়িতা এবং বিশিষ্ট ঠিকাদার মরহুম মোজাহার আলীর স্ত্রী আমেনা খাতুনের (৯০)কুলখানী মঙ্গলবার বাদ যোহর নতুন হাটস্থ মরহুমার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি কোরআন খানী,দোয়া মাহফিল ও গরীব মানুষের মধ্যে খাদ্য বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে রতœগর্ভা মা আমেনা খাতুনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক ডিআইজি মাহফুজুল ইসলাম, মেজ ছেলে সড়ক ও জনপথের বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মরহুম আমিনুল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ , তৃতীয় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম রিন্টু, চতুর্থ ছেলে অতিরিক্ত সচিব মনোয়ারুল ইসলাম, পঞ্চম ছেলে সুইডেনের রাষ্ট্রদূত নাজমুল হাসান, ষষ্ঠ ছেলে পুলিশের এসপি সাইফুল ইসলাম ও ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী নাহিদুল ইসলাম নবেল, একমাত্র মেয়ে সমাজ সেবক মাহফুজা ইসলাম মিনু,পাবনার এসপি মহিবুল ইসলাম,ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ নাসীর উদ্দিনসহ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদীর চরসাহাপুর নতুন হাট মোড়স্থ নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
ঈশ্বরদীর খ্যাতিমান এই নারী সম্প্রতি‘ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পাবনা জেলার সফল নারী জননী হিসেবে জয়ীতা পদকে ভূষিত হন। দীর্ঘ জীবনে তিনি ৭ ছেলে এবং ১ মেয়েকে উচ্চ শিক্ষিত করেছেন। যারা বর্তমানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।#
No comments