দেশে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ

 


স্টাফ রিপোর্টার।।    জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ দেশে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন,সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ । গতকাল বিকেলে  গোপালপুর বিএম কলেজ মাঠে আয়োজিত গোপালপুর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও দেশের একমাত্র মহিলা মেয়র গোলাম মর্তুজা লিলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,লালপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু,লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আক্তার,আমজাদ হোসেন, শাজাহান আলী, ও গোলাম মর্তুজা বাবু,বদিউর রহমানসহ অন্যরা।#

No comments

Powered by Blogger.