রেলওয়ে নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাইন বোর্ড থেকে খাজা নাজিম উদ্দীনের নাম মুছে দেওয়া হলো্ ঈশ্বরদী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিল জন সমুদ্রে পরিণত

 


ক্যাপশন : ছাত্রলীগ ঈশ্বরদী  পৌর,উপজেলা ও কলেজ শাখার নেতাদের নেতৃত্বে বের করা বিক্ষোভ মিছিলের একাংশ। 

স্টাফ রিপোর্টার॥ আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান কনকের নির্দেশনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈশ্বরদী তে বিক্ষোভ মিছিল বের করা হয় । শহরের পোস্ট অফিস মোড় থেকে ছাত্রলীগঈশ্বরদী পৌর,উপজেলা ও কলেজ শাখার নেতাদের নেতৃত্বে বের করা বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় চত্বরে শেষ করে। কয়েক হাজার ছাত্রলীগ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলটি মুহূর্তেই নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় চত্বরে জন সমুদ্রে পরিণত হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার পর মোহাম্মদ আলী জিন্নাহ ও খাজা নাজিম উদ্দীনের নাম ঈশ্বরদী র কোন প্রতিষ্ঠানে রাখা হবেনা বলে সম্প্রতি সাকিবুর রহমান কনক ঘোষনা দেন। সেই ঘোষনা অনুযায়ী আজকের ছাত্রলীগের জন সমুদ্রের বিক্ষুব্ধ কর্মীরা ঈশ্বরদী  রেলওয়ে নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাইন বোর্ড থেকে খাজা নাজিম উদ্দীনের নাম কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে।#




No comments

Powered by Blogger.