দেশে র-সুগার আমদানী কারকদের স্বার্থ রক্ষায় পাবনা চিনিমিল বন্ধের ষড়ষড়যন্ত্রে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥ দেশে র-সুগার আমদানী কারকদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা সুকৌশলে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত থেকে পাবনা চিনিমিলসহ ছয়টি চিনি মিল বন্ধের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে পাবনা চিনি মিল চত্বরে বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষী ফেডারেশনের ডাকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন । পাবনা চিনিকলসহ সকল চিনিকল বন্ধের ষড়যন্ত্র বন্ধসহ চার দফা বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ঈশ^রদীস্থ পাসুমি ওয়ার্কার্স ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সমিতি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশার সভাপতিত্বে এবং পাসুমি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীনের সার্বিক সহযোগিতায় ও পাসুমি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,জেলা পরিষদ সদস্য সাইফুল আলম বাবু মন্ডল,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল,আওয়ামীলীগ নেতা মীর জহুরুল ইসলাম পুনো, ইদ্রিস আলী মন্ডল,জেলা কৃষকলীগ নেতা আসাদুর রহমান বিরু ও মুরাদ আলী মালিথা,ইউপি চেয়ারম্যান বকুল সরদার, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু,যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন, আওয়ামীলগি নেতা আতিয়ার রহমান ভোলা,ওয়ার্কার্স ইউনিয়ন নেতা আরিফুর রহমান মঞ্জু, ইব্রাহিম হোসেন, আব্দুল লতিফ,আহম্মদ ঈদ,জাহিদুল ইসলাম, আখ চাষী আনসার আলী ডিলু,হামিদুল ইসলাম,আমজাদ হোসেন,মালেক মালিথাসহ অন্যরা। বক্তারা বলেন,শেখ হাসিনা সরকারকে ভোটের মাধ্যমে পরাজিত করা সম্ভব না। তাই ষড়যন্ত্রকারীরা চিনিকল বন্ধ করে সরকারকে বিব্রত এবং সরকার উচ্ছেদের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা বলেন,লোকসানের অজুহাতে যদি চিনিকল বন্ধই করতে হয়, তাহলে দেশের ১৫টি চিনিকলই একযোগে বন্ধ করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বক্তারা প্রধানমন্ত্রীকে শিল্প বান্ধব প্রধান মন্ত্রী উল্লেখ করে বলেন,প্রধান মন্ত্রীর কর্মকান্ডের দিকে বিশ^ তাকিয়ে রয়েছে,ঠিক তখনই আমলা তান্ত্রিক জটিলতার সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা চ্যুতের অশুভ চেষ্টায় লিপ্ত হয়েছে। বক্তারা ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পাবনা চিনিমিলসহ ছয়টি মিল বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। উল্লেখ্য,লোকসানের অজুহাতে সাম্প্রতিক সময়ে পাবনা চিনি মিলসহ ছয়টি চিনি মিল বন্ধ ঘোষনা করার প্রাথমি প্রক্রিয়া শুরু করার প্রতিবাদে বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষী ফেডারেশনের ডাকে ছয়টি চিনি মিল এলাকায় এসব কর্মসুচির আয়োজন করা হয়।#
ক্যাপশন: পাবনা চিনি মিল চত্বরে বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষী ফেডারেশনের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
No comments