চাঁদার দাবিতে সড়ই কান্দিতে মল্লিক ব্রিক্সফিল্ডে বন্দের হুমকি সন্ত্রাসীদের

 

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার বিকেলে একদল সন্ত্রাসী ঈশ্বরদীর মুলাডুলির সড়ই কান্দিস্থ মল্লিক ব্রিক্স ফিল্ডে গিয়ে বিভিন্ন প্রকার অনৈতিক সুবিধা দাবি করে। এক পর্যায়ে তারা ম্যানেজারের উপর চড়াও হয়ে হুমকি-ধামকি দিয়ে বলে এখানে ব্রিক্সফিল্ড চালু রাখতে হলে আমাদের নিকট থেকে মাটি,বালুসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে অন্যথায় ব্রিক্সফিল্ড বন্ধ করে দেওয়া হবে। সন্ত্রাসীদের হুমকিধামকি ও অবৈধ দাবি করার পর ব্রিকফিল্ডের মালিক আসলাম উদ্দীন মল্লিক মোবাইল ফোনে সাংবাদিকদের নিকট এসব অভিযোগ করে বলেন,সন্ত্রাসীরা চাঁদাও দাবি করেছে।#


No comments

Powered by Blogger.